রাজধানীর শাহজাদপুরের খিলবাড়ির একটি বাসায় আগুন লেগে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন। রোববার রাতে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
দগ্ধরা হলেন শহীদুল ইসলাম (৬৫), নাদিরা বেগম (৫৫), জিহাদ (৩২) ও মোরশেদকে (২৬)।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, ওই এলাকার টেক স্কুল রোডের একটি চারতলা ভবনের দোতলার আগুন লাগে। মশার কয়েল থেকে আগুন লাগে বলে ধারণা করছেন তারা।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
জানা যায়, নাদিরার শরীরের প্রায় ৮৫ শতাংশ এবং জিহাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
এসএস